Saturday, October 26, 2019

ANNEX Travel & Consulting Group win OIC- SESRIC Tourism Award

Three local organisations win SESRIC Tourism Award

Three tourism organisations of the country received SESRIC Tourism Award of Organisation of Islamic Cooperation for contribution in tourism Development. 
The awardee organisations are Tourism Window, Annex Travel and Consulting Group, and Journey Plus. 
State Miniser for Civil Avitaion and Tourism Md Mahbub Ali handed over the certificates and prize money to operators at a seminar on 'The OIC City of Tourism 2019' organised by the Statistical, Economic and Social Research and Training Centre For Islamic Countries (SESRIC), at Hotel Intercontinental in the capital on Tuesday. 
Earlier, the state minister said, at present Muslim tourism is getting momentum across the globe. Non-Muslim countries like Australia, Taiwan, Korea, Japan and New Zealand are also accepting the idea of Muslim tourism. Realizing the importance of the idea of Muslim tourism governments of those countries are now working to implement it to attract tourists, especially Muslim tourists.
'As a Muslim majority country, we have favourable environment for Muslim tourism. We have places like public aesthetics, mosques, Islamic heritage, shrines and Islamic mementos all over the country. These will help to boost Muslim tourism in the country. I hope our private tourism entrepreneurs will work to implement the idea in our country', Mahbub said.
Civil Aviation and Tourism secretary Md Mohibul Haque said tourism not only contribute in a country's economy but also creates cultural bonding among the countries. It opens window to know each other while traveling a foreign country. Among others, SESRIC director general Nebil Dabur, CEO of the Tourism Board Bhuban Chandra Biswas addressed the programme.

ওআইসির ‘সেসরিক ট্যুরিজম অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশের প্রতিষ্ঠান - অ্যানেক্স ট্রাভেল অ্যান্ড কনসাল্টিং গ্রুপ

পর্যটন বিকাশে অবদান রাখায় ইসলামিক অর্গানাইজেশন অব কো-অপারেশনের অঙ্গ সংস্থা সেসরিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের তিনটি ট্যুরস প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে ট্যুরিজম উইন্ডো, অ্যানেক্স ট্রাভেল অ্যান্ড কনসাল্টিং গ্রুপ ও জার্নি প্লাস। পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। এসময় সেসরিকের মহাপরিচালক নেবিল দাবুরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সিটি অব ট্যুরিজম উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।  
উল্লেখ্য, চলতি ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলনে ঢাকাকে ওআইসি সিটি অব ট্যুরিজম ২০১৯ ঘোষণা করা হয়। এরই অংশ হিসাবে ওআইসির অঙ্গসংস্থা স্ট্যাটিস্টিকাল,ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজ (সেসরিক) এই অ্যাওয়ার্ড প্রদান করে।